দেশপ্রেম ও সততার সাথে যুবকদের কাজ করতে হবে

যুবসেনা দক্ষিণ জেলার লিডারশীপ ট্রেনিং ক্যাম্পে বক্তারা

| শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

ইসলামী যুবসেনা দক্ষিণ জেলার লিডারশীপ ট্রেনিং ক্যাম্প জেলা যুবসেনা’র সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও আহ্বায়ক মুহাম্মদ ফোরকান কাদেরীর সঞ্চালনায় শাহ আমানত সেতু সংলগ্ন এক রেস্তোরায় অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট যুগ্মমহাসচিব মুহাম্মদ আবদুর রহিম। প্রশিক্ষক ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ আখতার হোসেন চৌধুরী, অ্যাডভোকেট মুহাম্মদ ফরিদুল ইসলাম, মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান।

বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্ট সভাপতি মুহাম্মদ ফেরদৌসুল আলম খান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইন। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুবসেনা’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া। বিশেষ বক্তা ছিলেনমুহাম্মদ শাহেদুল আলম, মুহাম্মদ ওসমান, মুহাম্মদ আরিফুল ইসলাম ইমন, মুহাম্মদ মোজাম্মেল হক সাহেদ। উপস্থিত ছিলেন মোখতার হোসাইন শিবলী, বেলাল উদ্দিন আলমদার, জসিম উদ্দিন তৈয়্যবী,্ব কাজী মুহাম্মদ আবদুল জলিল, আরিফুল হক রানা, মুহাম্মদ মনিরুল ইসলাম, এইচ এম এনামুল হক, নুরের রহমান রনি, অ্যাডভোকেট সৈয়দ নুর, মুহাম্মদ সাইফুল্লাহ ফারুক, মুহাম্মদ আইয়ুব আলী মিজান, মুহাম্মদ আবদুল মান্নান, মুহাম্মদ নুরুল করিম, মামুন মেম্বার,ওসমান শাহাদাত, শহীদুল ইসলাম, মাকছুদুল আলম,সরোয়ার উদ্দিন, মুহাম্মদ তৈয়বুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন যুবসমাজের অবক্ষয় রোধে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, সততা এবং পরমতসহিষ্ণুতার সাথে যুবকদের মাঠে ময়দানে কাজ করতে হবে। জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও বাস্তবধর্মী নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে যুবসমাজকে উৎসাহিত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএআই-পাড়ার সাহিত্য
পরবর্তী নিবন্ধআল্লামা আবদুল মালেক শাহ (রহ.) এর ওরশ কাল