দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৭ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির সপ্তম দিনে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরীর নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও আপসহীন নেতৃত্ব, নিরবচ্ছিন্ন সংগ্রাম ও অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে এক বীরোচিত জীবনের ইতি টেনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় তিনি জীবনের শেষ দিন পর্যন্ত আপসহীন অবস্থানে ছিলেন। মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, সৈয়দ আজম উদ্দিন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী (রাসেল), শিহাব উদ্দিন মোবিন, মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, গাজী আইয়ুব, মোহাম্মদ শাহেদ, বেলায়েত হোসেন বুলু, মনোয়ারা বেগম মনি, সেলিম হাফেজ, মনিরুজ্জামান মুরাদ প্রমুখ। শেষে দোয়া ও মোনাজাতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।












