দেশনেত্রী খালেদা জিয়া আবারও ফিরে আসবেন জনতার মঞ্চে

দোয়া মাহফিল ও সভায় বক্তারা

| শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৯:৪৬ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন দোয়া, মিলাদ মাহফিল এবং আলোচনা সভা গতকাল শুক্রবার চট্টগ্রাম বন্দর থানা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। ৩৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আজম উদ্দিনের সঞ্চালনায় ও বিএনপি নেতা আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ। এতে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য আলহাজ্ব হানিফ সওদাগর, বন্দর থানা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুব আলম বাচ্চু। উপস্থিত ছিলেন, বন্দর থানা ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান চৌধুরী, ৩৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী হাসান, ৩৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু, বন্দর থানা কৃষক দল সভাপতি আব্দুর রহিম, যুবদল নেতা

মোঃ শাহেদ। আরো উপস্থিত ছিলেন, মাহবুব, জাহাঙ্গীর, আজম উদ্দিন, আজগর আলী, শাহজাহান, আলমগীর, মোতালেব, জহির উদ্দিন, মোঃ হিরা, মোঃ সবুজ, মোঃ নজরুল, রাসেল, সোহাগ, নয়ন, ছোট সবুজ প্রমুখ। খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন, আল্লামা দিদারুল ইসলাম দিদার। এতে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এম এ আজিজ বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অসুস্থ নেত্রী, অসুস্থ দেশ, বাংলার মানুষ সবাই অধির অপেক্ষায় দেশনেত্রী আবারও ফিরে আসবেন জনতার মঞ্চে।

সীতাকুণ্ড সর্বস্তরের জনগণ : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম৪ সংসদীয় আসন ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দীন এ মাহফিলের আয়োজন করেন। সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী মোহাম্মদ সুজাউদ্দিনের সভাপতিত্বে ও সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য ও ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুদ্দিন জাহাঙ্গীর, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি এম আর চৌধুরী মিল্টন, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু। এছাড়া উপস্থিত ছিলেন ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, ১ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, ২ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর ভূঁইয়া, ৪ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন ও সাধারণ সম্পাদক সারোয়ার কামাল, ৫ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাসেল, ৭ নম্বর কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দোহা ও সাবেক আহ্বায়ক ইদ্রিস মিয়া মনির, ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিমউদ্দৌলা।

পূর্ববর্তী নিবন্ধশহীদ উমরের কবর জিয়ারত করে জোবাইরুল আরিফের প্রচারণা শুরু
পরবর্তী নিবন্ধচলাচলের জন্য খুলে দেওয়া হলো ধোপাছড়ির কাঠের সেতুটি