দুদকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির চিঠি নিয়ে এক মামলায় রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, জনস্বার্থে এবং সুনির্দিষ্ট আইনের মাধ্যমে না হলে নাগরিকের চলাফেরার অধিকার নিয়ন্ত্রণ বা বারিত করা ‘অসাংবিধানিক’। সরকারের বিরুদ্ধে আতাউর রহমান নামের এক ব্যক্তির করা মামলায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চের দেওয়া রায়ে এ অভিমত উঠে এসেছে। খবর বিডিনিউজের।
মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ১৩ অনুচ্ছেদ থেকে উদ্ধৃত করে রায়ে বলা হয়েছে, আমাদের সংবিধানের অনুচ্ছেদ-৩৬ এ মানবাধিকারের সর্বজনীন ঘোষণার ১৩ অনুচ্ছেদের প্রতিফলন ঘটেছে। ব্যক্তির চলাফেরার স্বাধীনতা যা তার জীবন ও ব্যক্তি স্বাধীনতার সাথে সম্পর্কিত। তাতে হস্তক্ষেপ করা মৌলিক অধিকারের পরিপন্থি। কোনো নাগরিকের চলাফেরা তথা ব্যক্তিগত স্বাধীনতার উপর বিধি নিষেধ আরোপ করতে হলে সরকার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট কারণ সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই জানাতে হবে, যাতে সংক্ষুব্ধ ব্যক্তি তার বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তার বক্তব্য প্রদানের সুযোগ পান। সংবিধানের ৩৬ অনুচ্ছেদ পর্যালোচনায় রায়ে আদালত বলেছে, ‘জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ’ শব্দসমূহ গুরুত্বপূর্ণ ও প্রণিধানযোগ্য। উপরোক্ত বিধান অনুসারে কোনো নাগরিকের চলাফেরার স্বাধীনতাকে নিয়ন্ত্রণ বা বারিত করতে হলে তা হতে হবে প্রথমত জনস্বার্থে এবং দ্বিতীয়ত সুনির্দিষ্ট আইন দিয়ে। এ ধরনের গৃহীত পদক্ষেপ শুধুমাত্র জনস্বার্থে হলেই চলবে না, তা হতে হবে সুনির্দিষ্ট আইনের মাধ্যমে; আবার শুধু আইনের দ্বারা হলেও চলবে না, হতে হবে জনস্বার্থে।
হাই কোর্ট বলেছে, কোনো ব্যক্তির চলাফেরা নিয়ন্ত্রণ বা বারিত করতে হলে উপরোক্ত দুটি শর্তই পূরণ করা অপরিহার্য; দুই শর্তের একটি পূরণ হলে অপরটি না হলে তা আইনসঙ্গত হবে না। গত বছর ২৪ আগস্ট সম্পদের তথ্য চেয়ে নরসিংদীর আতাউর রহমানকে নোটিশ দেয় দুদক। তিনি তথ্য দাখিল করার পর ২২ অক্টোবর তার বিরুদ্ধে ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের’ অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু হয়। এই অনুসন্ধান চলাকালে গত বছর ২০ ডিসেম্বর আতাউর রহমান যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেয় দুদক। এর বৈধতা চ্যালেঞ্জ করে ব্যবসায়ী আতাউর রহমান চলতি বছর রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট দুদকের নোটিশের বৈধতা প্রশ্নে গত ৪ ফেব্রুয়ারি রুল জারি করে।