দেশজুড়ে প্রতিবাদ দিবস পালনের প্রস্তুতি

আজাদী ডেস্ক | শুক্রবার , ৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলছিল ২১ ফেব্রুয়ারির প্রতিবাদ-দিবস পালনের প্রস্তুতি। ৬ ফেব্রুয়ারি পূর্ববঙ্গ কর্মীশিবির অফিস ১৫০ মোগলটুলিতে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এই সভা অর্থ সংগ্রহের প্রয়োজনে ১১ ও ১৩ ফেব্রুয়ারি ঢাকা শহরে পতাকা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। ১২ ফেব্রুয়ারি কোনো কর্মসূচি না থাকলেও টানা তিন দিন ধরেই চলে এ কর্মসূচি, এতে টাকা খুব বেশি সংগ্রহ না হলেও পতাকা দিবসকে সামনে রেখে আরো নতুন নতুন কর্মী এসে যুক্ত হতে থাকে রাষ্ট্রভাষা আন্দোলনে। সে সময় ৫০০ পোস্টার লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল নাদিরা বেগম ও ডা. সাফিয়াকে। তারা দুজন তাদের বান্ধবী ও অন্যান্য ছাত্রীদের নিয়ে পোস্টার লেখার ব্যবস্থা করেন।
২১ ফেব্রুয়ারি বিক্ষোভের প্রস্তুতি কেবল ঢাকা শহরে নয়, সমগ্র পূর্ব বাংলায় চলতে থাকে। ৫ ফেব্রুয়ারি নিখিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরী সংসদের জরুরি অধিবেশন হয়। এতে সর্বসম্মতিক্রমে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আপসহীন সংগ্রাম পরিচালনার জন্য ছাত্রসমাজের প্রতি আবেদন জানানো হয়। এই দিনগুলোতে বিভিন্নস্থানে প্রস্তুতি চলে। চট্টগ্রামে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ আজিজের উদ্যোগে সর্বদলীয় ভাষা কমিটি গঠনের চেষ্টা চলছে। ২১ ফেব্রুয়ারি ধর্মঘট ও হরতাল পালনের জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তমদ্দুন মজলিশের কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

পূর্ববর্তী নিবন্ধ১৪ উপজেলায় তিন লাখ ডোজ টিকা যাচ্ছে আজ
পরবর্তী নিবন্ধএক মহৎ উদ্যোগের সূচনা