দেশকে স্বনির্ভর করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করতে হবে

পটিয়ায় সমন্বিত খামার উদ্বোধনে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর, ২০২২ at ১১:৪৬ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, দেশকে এগিয়ে নিতে ও সকল সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী সকলকে সাশ্রয়ী ও উৎপাদনমূখী হওয়ার পরামর্শ দিয়েছেন। যেখানে খালি জমি আছে, সেখানে যত বেশি খাদ্য উৎপাদন ফল, সবজি-তরকারি উৎপাদন করতে হবে।

হাঁস-মুরগি, ছাগল, ভেড়া পালন করতে হবে। এর ধারাবাহিকতারক্ষা ও প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পটিয়ায় সমন্বিত খামার চালু হওয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান হুইপ। গত মঙ্গলবার পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন কর্তৃক উপজেলা সদরে পরিত্যক্ত জায়গায় গড়ে তোলা সমন্বিত খামার উদ্বোধনকালে তিনি একথা বলেন।

এসময় উপস্থিত উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন, ভাইস চেয়ারম্যান তিমির বরন চৌধুরী, মাজেদা বেগম শিরু , সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, বিমল মিত্র, মিজানুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বিয়ে বাড়িতে আগুন, পুড়ল তিন বসতঘর
পরবর্তী নিবন্ধবহদ্দারহাটে বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে দোকানে হামলা