চট্টগ্রামে বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গত ১৪ ডিসেম্বর দিবসটি পালন করা হয়।
কমার্স কলেজ ছাত্রলীগ: চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ ছাত্রলীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কলেজ মসজিদে বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. শাহ আলম, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. রহিম উল্লাহ, ফিন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তৌহিদ, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. আবুল হাশেম, শিক্ষক পরিষদ সম্পাদক সাইমুন মোরশেদ, সাবেক শিক্ষক পরিষদ সম্পাদক রুবাইয়াত ফাহিম, সহকারী অধ্যাপক ফারুক আহমদ মজুমদার, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সাব্বির চৌধুরী, মো. মুন্না, হাসিবুল ইসলাম সাহিল, কায়সার উদ্দিন জুবায়ের, ইকরাম হোসেন, জয় বিশ্বাস প্রমুখ।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, চবি : শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মৌন মিছিল ও পুস্পস্তবক অর্পণ করেছে। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আল ফয়সাল খান, সাধারণ সম্পাদক চৌধুরী সাজিদ মোস্তফা আশফি, যুগ্ম সাধারণ সম্পাদক, শিবলু চৌধুরী, সাজ্জাদ আনম পিনন, মাহির মো. মাহফুজ, কনক সাহা জয়, কামরুল আহসান ইসরাদি, আশরাফ খান শুভ, আলী আহসান রবিন, ইসতিয়াক হোসেন শামীম, মোহাম্মদ শওকত, সাংগঠনিক সম্পাদক সালেহ আকরাম বাপ্পি, ইরফানুল আলম অভি, শাহজাদা জিয়াউদ্দিন রোহান, অর্থ সম্পাদক লাবিব শাহরিয়ার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব, উপ পরিবেশ বিষয়ক সম্পাদক রিপন তঞ্চঙ্গ্যা, উপ বিজ্ঞান বিষয়ক সম্পাদক শান্ত তঞ্চঙ্গ্যা প্রমুখ।
ফটিকছড়ি উপজেলা প্রশাসন : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ও লেলাং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ১৪ ডিসেম্বর লেলাং বধ্যভূমি প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করা হয়। পরে আলোচনা সভা ইউএনও সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, কৃষি কর্মকর্তা লিটন দেব নাথ, থানার ওসি রবিউল হোসেন, লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন, খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ ও প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন।
নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় : নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সৈয়দ নুরুল হুদা, শিক্ষক অমিতা চৌধুরী, বাসন্তী রানী দে, স্বপ্না রানী দাশ, জাহানারা বেগম, মো. তৌহিদুল আলম, তিলক কুমার বৈদ্য, শ্যামল কুমার নাথ, মো. মোর্শেদ উদ্দীন, মো. ইসমাইল ও মো. আনোয়ার হোসেন।
মোপলেস : মোরা পত্র লেখক সমাজ চট্টগ্রামের উদ্যোগে গত ১৪ ডিসেম্বর কদম মোবারক এমওয়াই উচ্চ বালক-বালিকা বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সজল দাশের সঞ্চালনায় মাস্টার অজিত কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগ নেতা সুমন দেবনাথ। বিশেষ আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা, ভানুরঞ্জন চক্রবর্ত্তী, ন্যাপ নেতা মিটুল দাশগুপ্ত, দুলাল মল্লিক, এম নুরুল হুদা চৌধুরী, স ম জিয়াউর রহমান, ছবির আহমদ, মাছুমা কামাল আঁখি। স্বাগত বক্তব্য রাখেন মোপলেসের প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অচিন্ত্য কুমার দাশ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাথী কামাল, শিল্পী নারায়ণ দাশ, দিলীপ সেনগুপ্ত, নিলয় দে, সমীরণ পাল ও মো. তিতাস, শিক্ষক দুলাল বড়ুয়া, মো. গোলাম রহমান, শিমুল দত্ত, সবুজ চৌধুরী রকি, রতন ঘোষ, কবি স্বপন বড়ুয়া, মুহাম্মদ মঈন উদ্দিন, মো. আবদুল মন্নান (রানা), শিল্পী শিউলী আকতার, পারভীন চৌধুরী, মো. জাফর আলম প্রমুখ।
সাদার্ন ইউনিভার্সিটি : সাদার্ন ইউনিভার্সিটিতে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে গত সোমবার ইউনিভার্সিটির প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন, ভার্চুয়াল আলোচনা সভা এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উপাচার্য প্রফেসর নুর, প্রফেসর সরওয়ার জাহান, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ : শহীদ বুদ্ধিজীবী স্মরণে সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল গত ১৪ ডিসেম্বর ভেলুয়ার দীঘি শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নুরুল আমিন, এম শওকত আলী, এবিএম লুৎফুল হক খুশী, ডা. নুরুল ইসলাম, আলমগীর আলম, ইলাম খান, মুজিবুর রহমান, আবেু সৈয়দ খান, সেলিম সও, শেখ সরাজিব আহম্মেদ, নোয়াব আলী সও, রফিক, সালাউদ্দিন কামরুল, রফিক মিয়া, আবু হাসনাত হাসান, মঈনুল ইসলাম, আবু জহুর, আব্দুল মান্নান, সাইফুল হাবিব, নুরুল আমি বাবুল, জাহাংগীর বেগ, হেলাল, আব্দুল হালিম, আবু জাহেদ, হান্নান খান ফয়সাল প্রমুখ।
বোয়ালখালী উপজেলা প্রশাসন : বোয়ালখালী প্রতিনিধি জানান, উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এত আলোচনা সভা গত সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে ইউএনও আছিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক, ওসি মো. আবদুল করিম, প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক মইনুল আবেদিন নাজিমের সভাপতিত্বে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক খসরু পারভেজ, বিষু বড়ুয়া,মনজুর আলম, আরেফা খানম, প্রজীব বড়ুয়া,ও মিটন চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেছেন পাক বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিলো।