কদিন পরই শুরু হচ্ছে বিজয়ের মাস। আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিনকে সামনে রেখে দেশের বিভিন্ন ক্ষেত্রে চলছে নানা আয়োজন। বাঙালি জাতির জীবনের গুরুত্বপূর্ণ এই দিনকে সামনে রেখে তৈরি হয়েছে বিশেষ গান-ভিডিও ‘চলো এগিয়ে বাংলাদেশ’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ, ইলিয়াস হোসাইন, মুহাম্মদ মিলন ও দীন ইসলাম। কথা লিখেছেন নূর মোহাম্মদ রিপন। আহমেদ সজীবের সঙ্গে ভাগাভাগি করে গানটির সুর করেছেন কাজী শুভ। সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। অডিও তৈরির পর সমপ্রতি গানটির ভিডিওর কাজও সম্পন্ন করা হয়েছে। এটির চিত্রায়ণ করা হয়েছে রায়ের বাজার বধ্যভূমি, সাভার জাতীয় স্মৃতিসৌধসহ আরও কিছু এলাকায়। ভিডিওটি নির্মাণ করেছেন গাজী শাহজাহান। গানটি নিয়ে কাজী শুভ বলেন, দেশাত্মবোধক গান গাইতে আমার সব সময়ই ভালো লাগে। এবারও ভালোবাসা নিয়েই গানটি গেয়েছি। আহমেদ সজীবের সঙ্গে মিলে এর সুরও করেছি। আশাকরি সবাই পছন্দ করবেন।