মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, বিএনপি-জামায়াত বিভাগীয় সমাবেশের মাধ্যমে সারা দেশে অরাজকতা সৃষ্টির যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদেরকে মাঠে থাকতে হবে।
গতকাল শনিবার ৩নং পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির উদ্যোগে আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমনকে সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, একটি মহল দেশে অরাজকতা ও নাশকতার মাধ্যমে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্র করছে।
এই ষড়যন্ত্র অবশ্যই মোকাবেলা করতে হবে। ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর শুক্কুর ফারুকীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, নির্বাহী সদস্য মহব্বত আলী খান।
উপস্থিত ছিলেন খলিলুর রহমান, আব্দুল নবী লেদু, আব্দুর রহিম কন্ট্রাক্টর, কফিল উদ্দীন খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












