দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে ষড়যন্ত্র চলছে

পাঁচলাইশ ওয়ার্ড আ.লীগের সভায় আ.জ.ম. নাছির

| রবিবার , ২০ নভেম্বর, ২০২২ at ১০:১৭ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, বিএনপি-জামায়াত বিভাগীয় সমাবেশের মাধ্যমে সারা দেশে অরাজকতা সৃষ্টির যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদেরকে মাঠে থাকতে হবে।

গতকাল শনিবার ৩নং পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির উদ্যোগে আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমনকে সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, একটি মহল দেশে অরাজকতা ও নাশকতার মাধ্যমে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্র করছে।

এই ষড়যন্ত্র অবশ্যই মোকাবেলা করতে হবে। ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর শুক্কুর ফারুকীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, নির্বাহী সদস্য মহব্বত আলী খান।

উপস্থিত ছিলেন খলিলুর রহমান, আব্দুল নবী লেদু, আব্দুর রহিম কন্ট্রাক্টর, কফিল উদ্দীন খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা যুবলীগের সভাপতি ও সেক্রেটারি সংবর্ধিত
পরবর্তী নিবন্ধবন্দর থানা এলাকা থেকে এক কেজি গাঁজাসহ বিক্রেতা আটক