দেশকে আবারো পেছনে টেনে নিয়ে যাওয়ার অনেক চক্রান্ত রয়েছে মন্তব্য করে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘অনেক চক্রান্ত আছে, অনেক ষড়যন্ত্র আছে। সেখান থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে। আপনারা যারা আছেন, নেতৃত্ব দিচ্ছেন অর্থনৈতিক ক্ষেত্রে, সবাই মিলে আসুন ১৯৭১ সালে যার জন্য যুদ্ধ করেছিলাম, ১৯৯০ সালে যার জন্য লড়াই করেছি গণতন্ত্রের জন্য, ২০২৪ সালে যার জন্য আমার ছেলেরা রক্ত দিয়েছে, সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি।’ খবর বিডিনিউজের। গতকাল সোমবার বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশ’ এর উদ্যোগে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে এক দোয়া মাহফিলে একথা বলেন ফখরুল ইসলাম। খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, ‘সত্যিকার অর্থেই একটি জাতিকে তিনি (খালেদা জিয়া) জাগিয়ে তুলেছিলেন, একটি জাতিকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। আমরা আশা করি, তার এই চলে যাওয়া আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করবে, আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে এবং আমরা সবাই ঐক্যের মাধ্যমে বাংলাদেশের এক নতুন ভবিষ্যৎ নির্মাণ করব।’












