দেশকে এগিয়ে নিতে তরুণদের একসাথে কাজ করতে হবে

পূর্বাশার আলোর অনুষ্ঠানে বক্তারা

| শনিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিশু কিশোর সংগঠন পূর্বাশার আলো কেন্দ্রীয় কমিটির সম্মেলন ও আলোচনা সভা গত বৃহস্পতিবার বিকাল ৩টায় সংগঠনের প্রতিষ্ঠাতা আতিকুর রহমানের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা বোয়ালখালী পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মো. জাহেদুল হক।

প্রধান বক্তা ছিলেন প্রফেসর রেজাউল করিম। আবু জোবায়ের রিয়াজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সৈয়দ মোরশেদ উল্লাহ, লায়ন আবু ছালেহ চৌধুরী, মো. আবু সাদেক, নোমান উল্লাহ বাহার, ফায়সাল বিন কাশেম, ইফতেখার সাইমুম, মো. দিদার আলম, আবু বক্কর চৌধুরী পারভেজ, মো. শাহ আলম সিকদার, মো. সেলিম, সাইফুদ্দিন খালেদ, মুনতাসীর মাহমুদ, মো. মোরশেদ, আকতার হোসেন, সোহেল রানা, সৈয়দ আরমান, হাসিবুল হাসান ত্বকি, শাহরিয়ার জয়, ইমরান হোসেন পরান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণরা চাইলেই অনেক অসাধ্য সাধন করতে পারে। সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা অত্যন্ত বেশি। আমরা যদি চেষ্টা করি সমাজের অসহায় মানুষদের জন্য অনেক কিছু করতে পারি। তাই দেশকে উন্নয়নে এগিয়ে নিতে তরুণদের একসাথে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগুনে পুড়ল চার ভাইয়ের বসতঘর
পরবর্তী নিবন্ধসাংবাদিকদের প্রতীকী অনশন ও অবস্থান আজ