দেশকে এগিয়ে নিতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই

দক্ষিণ জেলা বিএনপির সভায় ইদ্রিস মিয়া

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৯:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেছেন, যারা নির্বাচন বিলম্বের কথা বলে তাদের উদ্দেশ্য হচ্ছে দেশকে পিছিয়ে দেয়া। দেশের নিরাপত্তা, বিচার ব্যবস্থা ও অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় ফিরিয়ে নিতে নির্বাচন পেছানোর কথা বলেন তারা। তিনি বলেন, নির্বাচন যত বেশি বিলম্বে হবে, দেশ ততবেশি পিছিয়ে পড়বে। দেশকে এগিয়ে নিতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। তিনি আগামী নির্বাচনে বিএনপির বিজয় চূড়ান্ত করতে সর্বাত্মক প্রস্তুতি নিতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি গতকাল সোমবার বিকেলে দোস্ত বিল্ডিংয়ের দলীয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন উপজেলাপৌরসভা কমিটি গঠনকল্প তথ্যউপাত্ত সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে দুপুর ২টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত প্রায় শতাধিক আবেদন ফরম জমা পড়ে। এ সময় ইদ্রিস মিয়া আরও বলেন, আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে কিছু সুবিধাবাদী ও হাইব্রিড নেতার আগমন ঘটেছে। তারা অনেকাংশে দৃশ্যমান। এদেরকে চিহ্নিত করে প্রতিহত করতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদ আমলে দীর্ঘ ১৭ বছর ধরে যারা জেল, জুলুম, হামলা, মামলায় নির্যাতিত হয়েছে, পরিবারপরিজন ও ধনসম্পদ হারিয়ে নিঃস্ব হয়েছে সে ত্যাগী নেতাকর্মীদেরকেই মূল্যায়ন করতে হবে। এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়েক তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সে নির্দেশনা মেনেই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন উপজেলা/পৌরসভা কমিটি গঠনকল্পে তথ্য উপাত্ত সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, আজিজুল হক চেয়ারম্যান, আসহাব উদ্দিন চৌধুরী, নুরুল আনোয়ার চৌধুরী, জামাল হোসেন, মুজিবুর রহমান, রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু। জেলা আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, মো. ইব্রাহীম, দিল মোহাম্মদ মনজু, এম মনছুর উদ্দিন, সালেহ জহুর, হেলাল উদ্দিন, জাবেদ মেহেদী হাসান সুজন ও শাহাদাত হোসেন সুমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেম্বার হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে
পরবর্তী নিবন্ধমূল্যস্ফীতি কমে ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন