নতুন নতুন আবিষ্কারসহ বিজ্ঞানের নানাবিধ ব্যবহারে নতুন প্রজন্মের চিন্তাভাবনাকে জানার এবং উৎসাহিত করার জন্য বিজ্ঞান মেলার বিকল্প নেই। গতকাল শুক্রবার সকাল ৯ টায় পাঁচলাইশস্থ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজন করা হয় বিজ্ঞানমেলার। দ্বিতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিজ্ঞানের বিষয়গুলোকে বিভিন্ন প্রজেক্ট, সচেতনামূলক পোস্টার ও নানা মজার মজার উপস্থাপনার মাধ্যমে এ মেলায় অংশগ্রহণ করে।
প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ। প্রধান অতিথি বলেন, আগামী প্রজন্মকে হতে হবে বিজ্ঞান প্রজন্ম। বিজ্ঞান চর্চার মাধ্যমে সমস্যা সমাধানের দক্ষতা বাড়িয়ে সম্পদের মধ্যে মূল্য সংযোজন করতে হবে। তাই দেশকে উন্নত করতে হলে বিজ্ঞান চর্চার কোন বিকল্প নেই। উদ্বোধনের পরপরই দর্শনার্থী–অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। পিছিয়ে ছিল না ক্ষুদে শিক্ষার্থীরাও। দারুণ উৎসাহে প্রজেক্টগুলো ঘুরে দেখতে দেখা যায় তাদের। মেলায় প্রদর্শিত হয় ১৯৪টি প্রজেক্ট। স্কুলের বিজ্ঞান বিষয়ের শিক্ষক ছাড়াও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট এবং চট্টগ্রামের বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ। মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য সচিব মো. গোলজার আলম আলমগীর, বিজ্ঞান মেলার আহ্বায়ক জাকিয়া খানম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।