জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ড. মুহাম্মদ সরওয়ার উদ্দিনের মাতা দেলোয়ারা বেগম গত ১০ অক্টোবর রাত ১০ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বুধবার বাদে জোহর রাউজানের গহিরায় নিজ বাড়ি সংলগ্ন মসজিদ ময়দানে মরহুমার নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর ইন্তেকালে জামেয়া মহিলা ফাযিল মাদরাসার শিক্ষক–শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন ।
দেলোয়ারা বেগমের ইসালে সাওয়াবের উদ্দেশ্যে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসার হল রুমে খতমে কোরআন মজিদ, খতমে তাহলীল, খতমে দরুদ শরীফ, দোয়ায়ে ইউনুস, ফাতেহা ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মরহুমার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন জামেয়া মহিলা মাদরাসার আরবি প্রভাষক হযরত মাওলানা মুহাম্মদ হামেদ রেযা নঈমী। প্রেস বিজ্ঞপ্তি।












