একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল দুপুরে পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সাঈদী ফাউন্ডেশন মাঠে দুই দফা জানাজা শেষে সেখানেই মসজিদ সংলগ্ন ছেলের কবরের পাশে তাকে শায়িত করা হয়। জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান।
যুক্তরাষ্ট্র থেকে রওনা হওয়া ছেলে শামীম সাঈদী পৌঁছাতে না পারায় তাকে ছাড়াই জানাজা সম্পন্ন হয়েছে। তবে জানাজায় ছোট ছেলে মাসুদ সাঈদী উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। খবর বিডিনিউজের।
এর আগে সকাল ১০টার দিকে সাঈদী ফাউন্ডেশন মাঠে পৌঁছে লাশবাহী ফ্রিজিং গাড়ি। এ সময় আত্মীয়–স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।