একদম ছোট যখন ছিলাম দেখতাম গ্রামের বাড়ির মাটির ঘরের দেয়াল জুড়ে ছিল ছোটছোট প্লাস্টিক বা আয়নার ফ্রেমে বাঁধানো গুণীজনদের বাণীগুলো। বিভিন্ন গ্রামীণ মেলা থেকে মা এসব কিনে নিয়ে আসতেন। এরপর বেড়ে ওঠা আমার পাহাড়ে সেখানে মা বেড়ার ঘরজুড়ে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, শরৎচন্দ্র, মাইকেল মধুসূদন দত্তের ছবি দিয়ে সাজিয়েছিলেন। সাথে থাকতো বিভিন্ন মণীষীদের বলে যাওয়া বাণী।
যেমন-‘মা নেই গৃহে যার, সংসার অরণ্য তার’।
‘দেখিলে মায়ের মুখ,দূরে যায় সব দুখ’।
‘সবার উপর মানুষ সত্য’ ইত্যাদি। শুধু তাই নয় পেলে, ম্যারাদোনা, শচীন, সৌরভ, রাহুল দ্রাবিড় তাঁদের ছবিও ছিল। প্রতিদিন এসবের উপর চোখ যেতো আর মন ও মস্তিষ্কে ধারণ করতাম। অদ্ভুত এক ভালো লাগা কাজ করতো দেয়াল দেখে। বর্তমানে আমরা দেয়াল জুড়ে নিজেদের ছবি না হয় বিভিন্ন শো পিস সাজিয়ে রাখতে ব্যস্ত। দেয়াল থেকে শিক্ষা পাওয়া এখন আর তেমন দেখা যায় না। হয়তো সময়টা ই এমন। সত্যি আগে কি সুন্দর দিন কাটাতাম!