দেয়াঙ পাহাড়ে ‘মা-মারিয়ার তীর্থোৎসব’

অংশ নেন আট হাজার খ্রিষ্টধর্মাবলম্বী

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৫ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মরিয়ম আশ্রমে ‘মামারিয়ার তীর্থোৎসব’ গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে। দুই দিনের এই উৎসবে সারা দেশ থেকে প্রায় ৮ হাজার খ্রিষ্টধর্মাবলম্বী অংশ নেন। ‘মামারিয়ার হাত ধরে, মেষপালকের সঙ্গে বিশ্বাসের পথে’ এই প্রতিপাদ্যে গত বৃহস্পতিবার শুরু হওয়া উৎসব শুক্রবার সকালে শেষ হয়।

উৎসব উপলক্ষে দেয়াঙ পাহাড়ের আশ্রম ও আশপাশের এলাকা বর্ণিল সাজে সাজানো হয়। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। আয়োজকেরা জানান, পবিত্র খ্রিষ্টযাগের মধ্য দিয়ে শুরু হয় তীর্থোৎসবের মূল আনুষ্ঠানিকতা। খ্রিষ্টযাগে পৌরোহিত্য করেন চট্টগ্রাম ক্যাথলিক আর্চ ডাইয়োসিসের আর্চবিশপ সুব্রত লরেন্স হাওলাদার। এরপর নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করেন ভক্তরা।

গত বৃহস্পতিবার রাত ৯টার পর তীর্থযাত্রীরা প্রার্থনার মধ্য দিয়ে আলোক শোভাযাত্রায় অংশ নেন। উৎসবের শেষ দিন সকালে মহাখ্রিষ্টযাগ উৎসর্গ করেন বরিশাল ক্যাথলিক ডাইয়োসিসের বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও।

উৎসবে অংশ নিতে আসা ব্রিজেট ডায়েস বলেন, সারা দেশ থেকে আমাদের সম্প্রদায়ের ৮ হাজারের বেশি ভক্ত এসেছেন। এমন আয়োজনে আসতে পেরে সত্যি অনেক ভালো লাগছে। আমাদের আশা একটাইবিশ্বশান্তি।

চট্টগ্রাম ক্যাথলিক আর্চ ডাইয়োসিসের পালকীয় সেবা দলের সেক্রেটারি ফ্লেভিয়ান ডি কস্তা বলেন, এমন আয়োজনের জন্য খ্রিষ্ট সম্প্রদায়ের মানুষ পুরো বছর ধরে অপেক্ষায় থাকেন। তীর্থোৎসবে অংশগ্রহণকারীরা ভক্তিপূর্ণ সময় অতিবাহিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ার কলাউজানে ধর্ম সম্মেলন
পরবর্তী নিবন্ধবায়েজিদ মডেল স্কুলে ‘এসো মিলি প্রাণের উৎসবে’ শীর্ষক অনুষ্ঠান