ঘটনার প্রেক্ষাপট বোয়ালখালী উপজেলার প্রস্তাবিত চরখিজিরপুর ইউনিয়নের পূর্ব চরখিজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ সড়ক। গতকাল বুধবার দুপুর তখন ১টা। পারাপারের জন্য দাঁড়িয়ে আছে অনেক পথচারী। এ সড়কের দেবে যাওয়া অংশে পারাপারের বিকল্প ব্যবস্থা হিসেবে বাঁশ দিয়ে ব্রিজ তৈরিতে ব্যস্ত দুই–তিনজন লোক। কৌতুহলবশত তাদের কাছে জানতে চাওয়া, কী হচ্ছে এখানে? বেশ রাগত স্বরে তাদের জবাব– ‘কি হইবু আর, আঁরা ইয়ান বোয়ালখালীর ফ্লাইওভার বানাইদ্দে এরি’! (কি হবে আর, আমরা এখানে বোয়ালখালীর ফ্লাইওভার বানাচ্ছি আর কি)।
খবর নিয়ে জানা গেল সড়কটি এলাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন শত–শত মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। তাছাড়া স্থানীয় পূর্ব চরখিজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশ কোমলমতি শিশুকে প্রতিদিন এ সড়কটি দিয়েই স্কুলে আসা যাওয়া করতে হয়। কিন্তু কয়েকদিন আগে এটি হঠাৎ দেবে গিয়ে ইটের সড়কটি দুইভাগ হয়ে যায়। এতে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। অনেকের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে।
তখন সেখানে উপস্থিত স্থানীয় বেশ কয়েকজন ক্ষুব্ধ অভিভাবক বলেন, ব্যাপারটি আমরা স্থানীয় মেম্বার–চেয়ারম্যানদের অনেকবার জানিয়েছি। কিন্তু তাদের কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে না পেরে আমরা স্থানীয়দের সহযোগিতায় বাঁশ দিয়ে অস্থায়ীভাবে পারাপারের উদ্যোগ নিযেছি। না হয় আমাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারছি না কিছুতেই।
দৃষ্টি আকর্ষণ করা হলে স্থানীয় ইউপি সদস্য বশির আহমদ বলেন, জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটির কিছু অংশ দেবে যাওয়ায় চলাচলের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে কোমলমতি স্কুল শিক্ষার্থীদের। এসব বাচ্চাদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে এটি পারাপার হতে হচ্ছে। আমরা ব্যাপারটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বরাদ্দ পেলে দ্রুত সংস্কার করে দেয়া হবে।