দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ১৫ আগস্ট, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে বাড়ি-ভিটার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারির ঘটনায় দেবরের লাঠির আঘাতে মারা গেছেন বৃদ্ধা ভাবি। আহত হয়েছে নিহতের আরো দুই ছেলে। ঘটনাটি ঘটেছে ১৪ আগস্ট রাত ১টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়া গ্রামে। নিহতের নাম কিরঙ্গ বালা ঘোষ প্রকাশ কিংকেশ্বরি ঘোষ (৬৫)। তিনি ওই গ্রামের মৃত রতন ঘোষের স্ত্রী। আহত দুজনের নাম সনজিত ঘোষ (৪৫) ও সুমন ঘোষ (৩২)। নিহতের আরেক ছেলে সন্তোষ ঘোষ জানান, তাদের পৈত্রিক বাড়ি-ভিটার জমি নিয়ে চাচা বিভীষণ ঘোষ ও অখিল ঘোষের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ১৪ আগস্ট রাত ১টায় পূর্ব পরিকল্পিতভাবে চাচারা আমাদের বাড়িতে হামলা চালিয়ে আমার ভাই সঞ্জীব ঘোষ ও সুমন ঘোষকে কুপিয়ে আহত করে। এ সময় আমার মা কিরঙ্গ বালা ঘোষ প্রকাশ কিংকেশ্বরি ঘোষ ছেলেদের রক্ষায় এগিয়ে আসলে তাকেও লাঠি ও লোহার রোড দিয়ে পেটানো হয়।

পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আহত সনজিতকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আশেক ইলাহী জানান, জমি সংক্রান্ত বিরোধের সূত্র ধরে মারামারির ঘটনা ঘটেছে। সেখানে ছেলেদের উদ্ধার করতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধা অজ্ঞান হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথে তার মৃত্যু হয়। হামলাকারীরা সকলেই পলাতক রয়েছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানান, এখনো এজাহার জমা দেয়নি স্বজনরা। এজাহার পেলে আসামিদের গ্রেপ্তারে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমানবজাতির অনির্বাণ মহান নেতা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় কীটনাশক পানে কিশোরীর মৃত্যু