দেড় লাখ ছুঁই ছুঁই সোনার ভরি

| মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:১৭ পূর্বাহ্ণ

দেশের বাজারে নতুন করে প্রতি ভরি ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম এক হাজার ৯৯৪ টাকা বেড়ে এক লাখ ৪৯ হাজার ৮১২ টাকায় উঠেছে। সোনার দাম বেড়ে দেড় লাখ ছুঁই ছুঁই করছে। গতকাল সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আজ মঙ্গলবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। খবর বাংলানিউজের। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৪৩ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ২২ হাজার ৫৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯১৭ টাকা। তবে, অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা; ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫৮৬ টাকা।

পূর্ববর্তী নিবন্ধহজ : হাতে মাত্র চার দিন, চুক্তি বাকি অর্ধেক এজেন্সির
পরবর্তী নিবন্ধকারখানা বন্ধের প্রতিবাদে সিইপিজেডে বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া