সরকারি সময়ের সঙ্গে সমন্বয় রেখে দেড় বছরের কিছু বেশি সময় পর সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার সময়ে ফিরছে ব্যাংক খাত; যা কোরবানি ঈদের শেষে কার্যকর হবে। গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকে লেনদেন করা যাবে বিকেল ৪টা পর্যন্ত। বাকি দুই ঘণ্টা দাপ্তরিক প্রয়োজনে খোলা থাকবে। এখন ব্যাংকে লেনদেন করা যায় সকাল ১০টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত। আর বিকাল ৫টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে। বাণিজ্যিক ব্যাংকের মত একই সূচিতে চলবে বাংলাদেশ ব্যাংকও। সখবর বিডিনিউজের।