দেড় টন ইলিশ মাছ জব্দের পর এতিমখানায় বিতরণ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

নগরের আমিন জুট মিল এলাকায় ‘আনরাজ ফিস প্রোডাক্টস ইনডাস্ট্রিজ লি. থেকে দেড় টন ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় নিষিদ্ধ সময়ে ইলিশ মজুদ করায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

গত রোববার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম শামীম।

জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। জব্দকৃত ইলিশ তিনটি এতিমখানা ও সমাজসেবা বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে
পরবর্তী নিবন্ধহাটহাজারী পৌরসভার নকশাকারকের বিরুদ্ধে নারীর মামলা