নগরীর পতেঙ্গায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর মোড় এলাকা থেকে ১ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ ও ১৩ কার্টুন বিদেশি সিগারেটসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন তৌফিকুর রহমান সোহাগ, আকিদুল আলম শান্ত, হাসান মুরাদ, নাইমুল হক ও মনির আহমেদ। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে উক্ত স্বর্ণ ও সিগারেটসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৫টি মোবাইল ও ২টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, চোরাচালান বিষয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি গাড়ি থেকে স্বর্ণ ও সিগারেটসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।
তিনি বলেন, এ সময় গাড়িতে থাকা চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে ১৫ নম্বর ঘাট এলাকা থেকে অপর একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।