দেড় কোটি টাকার স্বর্ণ ও বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ৫

শাহ আমানত বিমানবন্দর মোড়

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ৮:৩৫ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর মোড় এলাকা থেকে ১ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ ও ১৩ কার্টুন বিদেশি সিগারেটসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন তৌফিকুর রহমান সোহাগ, আকিদুল আলম শান্ত, হাসান মুরাদ, নাইমুল হক ও মনির আহমেদ। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে উক্ত স্বর্ণ ও সিগারেটসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৫টি মোবাইল ও ২টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, চোরাচালান বিষয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি গাড়ি থেকে স্বর্ণ ও সিগারেটসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।

তিনি বলেন, এ সময় গাড়িতে থাকা চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে ১৫ নম্বর ঘাট এলাকা থেকে অপর একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৯ দিনের ছুটি শেষ অফিস আদালত খুলছে আজ
পরবর্তী নিবন্ধএসএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন