বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ তিন যুগ ধরে দর্শকদের মন জয় করে আসছে। সেই ধারাবাহিকতায় এবার প্রচারিত হতে যাচ্ছে ১৬ বছর আগের একটি বিশেষ পর্ব। এটি ধারণ করা হয়েছিল ২০০৯ সালের আগস্ট মাসে ঐতিহাসিক আহসান মঞ্জিলের সামনে বিশাল এক উন্মুক্ত মঞ্চে। দর্শকরা এই পর্বটি দেখতে পাবেন ১ আগস্ট, রাত ৮ টার বাংলা সংবাদের পর।
এই পর্বে থাকছে জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল ও শাকিলা জাফরের পরিবেশনায় দুটি গান। সেই সঙ্গে থাকবে বর্ষাকাল নিয়ে ইত্যাদির টাঙ্গাইল পর্ব থেকে সংগীতশিল্পী সামিনা চৌধুরীর গাওয়া একটি বিশেষ গান। তিনটি গানেরই গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।
অনুষ্ঠানে থাকছে মানবিক ও ব্যতিক্রমী কিছু প্রতিবেদন। তুলে ধরা হবে নীলফামারীর সীমান্তবর্তী ডিমলা উপজেলার এক প্রতিবন্ধী নারী বানু আক্তারের সংগ্রামী জীবনের গল্প। অন্যদিকে নাটোরের লক্ষ্মণবাড়িয়া গ্রামের ‘আম চিঠি’ খ্যাত মো. জাকির হোসেন এর অনন্য উদ্যোগের ওপরও থাকছে একটি আকর্ষণীয় প্রতিবেদন। এছাড়া থাকছে নিদর্শন সংগ্রাহক আব্দুস সামাদ মণ্ডল এর ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন।
তিনি জীবনের অর্ধেক সময় দিয়েছেন দুর্লভ নিদর্শন সংগ্রহে। নিয়মিত বিভাগের পাশাপাশি এবারও পর্বটি সাজানো হয়েছে নানি–নাতি, মামা–ভাগনে, দর্শক পর্ব ও চিঠিপত্র বিভাগ দিয়ে। থাকবে সমাজের নানা অসংগতি ও সমসাময়িক ইস্যু নিয়ে নির্মিত কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশ। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।