হাটহাজারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার ফায়ার সার্ভিস স্টেশন কার্যালয় চত্বরে ফায়ার সার্ভিসের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন থানার ওসি রুহুল আমীন সবুজ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান। স্বাগত বক্তব্য রাখেন হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মাদ শাহজাহান। উপস্থিত ছিলেন ডা. রশ্মি চাকমা, মৎস্য কর্মকর্তা নাজমুন হুদা রনি, শিক্ষা কর্মকর্তা সাঈদা আলম, শাকিলা খাতুন, চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার,ফায়ার সার্ভিসের মহা পরিচালক (অব.) মোহাম্মদ সোলাইমান চৌধুরী। এতে অগ্নি নির্বাপণের নানা পদ্ধতি ও দেখানো হয়।











