দেখাও তুমি আশার আলো

শম্পা সারাহ | বুধবার , ১৯ মে, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

মনের জমিনে চাষ করেছি হাজারো স্বপন, পেন্ডামিক করে দিল সব লণ্ডভণ্ড, অকুতোভয় নিয়ে দিন পার করছি, আগামী সকাল আমার হবে কিনা কে জানে? এভাবে আর কত দিন, দিন যায়, মাস যায়, বছর ঘোরে, ক্যালেন্ডারের পাতা বদলায়, লকডাউনের ধরন ও বদলায়, করোনারও ধরন বদলায়, পৃথিবী মনে হয় মানুষের চাপে ন্যুজ্ব, সৃষ্টিকর্তার কী ইচ্ছে তিনিই ভাল জানেন। হে মহান আল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়ে, আশার আলো দেখাও।

পূর্ববর্তী নিবন্ধআমার মায়েরা
পরবর্তী নিবন্ধরেকর্ড পরিমাণ উৎপাদন, তবু বিদ্যুতের ভেল্কিবাজি কেন