দেওয়ান হাটে পিস্তলসহ যুবদল নেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৬:৩৪ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ান হাট এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগজিনসহ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব এস এম লোকমান হোসেনকে (৪১) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত বুধবার বিকেল পৌনে চারটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাকে মহানগর হাকিম আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছে ডবলমুরিং থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া লোকমান রাঙ্গুনিয়া থানাধীন চন্দ্রঘোনা কদমতলী এলাকার হাজী আহম্মদ সবুরের ছেলে। সিএমপির গোয়েন্দা (বন্দর পশ্চিম) বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নোবেল চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়াট হাট এলাকায় অভিযান চালিয়ে পিস্তলসহ লোকমান হোসেন নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবধ্যভূমিতে একদিন প্রমাণ্যচিত্রে উঠে আসে একাত্তরের হত্যাযজ্ঞ
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের সাহিত্য সেমিনার