দেওয়ান বাজার ওয়ার্ডে আজাদী সম্পাদকের বাসভবনে জনশুমারি উদ্বোধন

| বৃহস্পতিবার , ১৬ জুন, ২০২২ at ৯:২৫ পূর্বাহ্ণ

নগরীর ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের বাসভবন থেকে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা গতকাল উদ্বোধন করেছেন ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, প্রশিক্ষণ ব্যুরোর জোনাল অফিসার মো. আরফাদুল আজম, সুপারভাইজার ও গণনাকারীগণ।

উদ্বোধনকালে চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, দেশে প্রথম ডিজিটাল জনশুমারি অনুষ্ঠিত হয়েছে। এই ডিজিটালাইজেশনে এলাকার জনগণকে জনশুমারি ও গৃহগণনাকারীদের সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড ট্র্যাজেডির সুষ্ঠু তদন্ত দাবি
পরবর্তী নিবন্ধটেকনাফে বিজিবির অভিযানে ২৭ কোটি টাকার মাদক উদ্ধার