দেওয়ানহাট মোড়ে ১৮০ বোতল ফেনসিডিলসহ আটক ২

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

নগরীর দেওয়ানহাট মোড়ে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট আরাফাতের হাতে ধরা পড়লো ১৮০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী। এসময় তাদের বহনকারী মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। গতকাল রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো রিয়াদ (৩২) ও বেলাল (৩৩)। ঘটনার বিবরণে সিএমপির ট্রাফিক ইন্সপেক্টর (পশ্চিম) বিপ্লব কুমার পাল আজাদীকে জানান, কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট আরাফাত একটি নম্বর বিহীন মোটর সাইকেলকে সিগন্যাল দেন। ওই সময় মোটরসাইকেল আরোহী বেলাল কাঁধে থাকা লাগেজ ব্যাগ ফেলে দৌঁড় দেয়। তাকে ধাওয়া দিয়ে ধরা হয়। এসময় মোটর সাইকেল ফেলে চালক রিয়াদ পালাতে চাইলে তাকেও আটকানো হয়। পরে সেই ব্যাগে তল্লাশি করে দেখা যায় সেখানে ১৮০ বোতল ফেন্সিডিল আছে। তারা বিক্রির উদ্দেশ্যে ফেন্সিডিলের চালানটি কুমিল্লা থেকে নিয়ে আসছিল। পরে তাদের ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডাকাতির প্রস্তুতি সিএনজি ট্যাক্সিসহ গ্রেপ্তার ৬
পরবর্তী নিবন্ধঅসচ্ছল পরিবারকে ভ্যানগাড়ি দেবে প্রয়াস