দেওয়ানহাট ফুটপাতে দুই নারী চা বিক্রেতাকে শ্লীলতাহানি, মামলা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৩ মে, ২০২৩ at ৭:৫০ পূর্বাহ্ণ

নগরীর দেওয়ানহাট ওভার ব্রিজের নিচে ফুটপাতে চা বিক্রেতা দুই নারীকে শ্লীলতাহানি ও চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগটি গ্রহণ করে ডবলমুরিং থানাকে তদন্তের আদেশ দিয়েছেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফী বিনতে মোতালেবের মোবাইলে কল করা হলে সংযোগ পাওয়া যায়নি। তবে অ্যাডভোকেট আশরাফী বিনতে মোতালেবের জুনিয়র অ্যাডভোকেট জিয়াউল হক জিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলায় অভিযুক্তরা হলেনডবলমুরিং থানাধীন মো. এরশাদ (৩০), একই এলাকার মো. সালাউদ্দিন (৩০), মো. পাভেল (৩৫) ও কোতোয়ালি এলাকার অজয় চক্রবর্তী (৩৬)

অ্যাডভোকেট জিয়াউল হক জিয়া জানান, আসামীদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩ / ৩০৭ / ৩২৩ / ৩২৪ / ৩৫৪ / ৩৮০ / ৩৮৫ / ৩৮৬ / ৪৪৮ / ৪৫২ / ৫০৬ () / ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে ডবলমুরিং থানাকে তদন্তের আদেশ দিয়েছেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৭ এপ্রিল মামলার বাদিনীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসামিরা, তা নহলে দোকানের জায়গা ছেড়ে দিতে বলে। এই ঘটনায় ওইদিনই স্থানীয় থানায় একটি জিডি করেন ওই নারী। এতে করে আসামিরা ভুক্তভোগী নারীর প্রতি আরও ক্ষিপ্ত হন। পরবর্তীতে গত ৩০ এপ্রিল সন্ধ্যায় আসামিরা ওই নারীর দোকানের সামনে এসে তাঁর চুলের মুঠি ধরে নিচে ফেলে দেয়। পরে তাঁর দোকানটি ভেঙে ফেলে। পরে আসামিরা সবার সামনে ভুক্তভোগী নারীকে হত্যার উদ্দেশ্যে মারধর, টানা হেচড়া ও তাঁর পরিধেয় কাপড় ছিঁড়ে ফেলে। এ সময় ওই নারীর ননদ এগিয়ে আসলে তাঁকেও শ্লীলতাহানির চেষ্টা চালায়। পরে আশেপাশে লোকজন জড়ো হলে আসামিরা ওই নারীদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পূর্ববর্তী নিবন্ধইমরানের সঙ্গে রাজনীতির মাঠ কাঁপাবেন এই সুন্দরী মডেলকন্যা
পরবর্তী নিবন্ধঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় প্রস্তুতি নিতে সাংগঠনিক কমিটিগুলোকে নির্দেশ গাউসিয়া কমিটির