নগরীর লালখান বাজার-টাইগারপাসের প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুন্ন রেখে দেওয়ানহাট হতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ও মেয়াদোত্তীর্ণ দেওয়ানহাট সেতু ভেঙে নতুন নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে দেওয়ানহাট, শেখ মুজিব রোড, পোস্তার পাড় এলাকাবাসী ও ব্যবসায়ীরা। চট্টগ্রাম প্রেসক্লাবের এফ রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব এইচ এম মুজিবুল হক শুক্কুর।
এতে এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ চৌধুরী, কামাল উদ্দিন, শামসুল হুদা, গৌতম কুমার রায়, আহমদ কবির, সাব্বির হাসান চৌধুরী, ইঞ্জিনিয়ার মঈনুদ্দিন, শেখ মোহাম্মদ ইউনুছুর রহমান, আবদুচ ছালাম সওদাগর, জসিম উদ্দিন, আহমদ নূর ফাহাদ, মো. ইউসুফ, বাবুল হাসান, ইঞ্জিনিয়ার রাজীব রায়, সেলিম সরওয়ার আহমেদ সোহেল, আকতার হোসেন, রফিক, স্বপ্না বাবুল, হাসান প্রমুখ।
লিখিত বক্তব্যে এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেন, পর্যটন ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের নান্দনিক সৌন্দর্য বিশ্বব্যাপী সমাদৃত। বিশেষ করে নগরীর টাইগারপাস-লালখান বাজারস্থ পাহাবেস্টিত এলাকাটি আগন্তুকদের চোখ এড়ায় না। যেটি পর্যটকদের জন্য অন্যতম উপভোগ্য। টাইগারপাস-লালখানবাজা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলে জৌলুস হারাবে অত্র এলাকা। কারণ ফ্লাইওভারের কারণে সড়কের উভয় পাশে বিদ্যমান পাহাড়গুলো আড়াল হয়ে যাবে। ফলে উক্ত এলাকাটি গুরুত্বহীন হয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে। সুতরাং এটি যদি দেওয়ানহাট এলাকা থেকে শুরু করা হয়, তাহলে জনস্বার্থ সুরক্ষিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এছাড়াও বর্তমান মেয়াদোত্তীর্ণ ও জরাজীর্ণ দেওয়ানহাট সেতু ভেঙে নতুন করে লেইনের নতুন সেতু নির্মাণ করাও এখন সময়ের দাবি। প্রেস বিজ্ঞপ্তি।