নগরীর দেওয়ানবাজারে ছাত্রলীগকর্মী রোহিত হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) নেজাম উদ্দিন জানান, শেখ মহিউদ্দিন (৩৫) ও মো. বাবু (২১) নামের ঐ দুইজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম মহানগার পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার কার্যালয়ে আজ সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান ওসি। বিডিনিউজ
গত ৮ জানুয়ারি বিকালে দেওয়ানবাজার ভরাপুকুর পাড় সংলগ্ন কেডিএস গলি এলাকায় ছুরিকাঘাতে আহত হয়েছিলেন ওমরগণি এমইএস কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র আশিকুর রহমান রোহিত (২০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৫ জানুয়ারি ভোরে তার মৃত্যু হয়।
ওসি নেজাম উদ্দিন বলেন, “বাকলিয়া ডিসি রোড সংলগ্ন চান মিয়া মুন্সী লেইনের মা মনি ক্লাবের কার্যক্রম নিয়ে রোহিতদের সঙ্গে প্রতিপক্ষের ‘বিরোধ’ ছিল। মাদকবিরোধী পোস্টার লাগানো নিয়ে তাদের দ্বন্দ্ব ছিল। এর জেরে ঘটনার কয়েকদিন আগে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরেই কয়েকজন দুর্বৃত্ত রোহিতকে ধাওয়া করে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।”
ঐ ঘটনার পরদিন রোহিতের বড় ভাই জাহিদুর রহমান বাদী হয়ে সাহাবু (২৬), মো বাবু (২১) ও মো. মহিউদ্দিন (৩৫) নামে তিনজনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা করেন বাকলিয়া থানায়।