পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডে কাউন্সিলর হাসান মাহমুদ হাসনীর ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রস্তুতি পর্ব ওয়ার্ড অফিসের সম্মুখে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন চসিক মেয়ল এম রেজাউল করিম চৌধুরী।
উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, মনজুর আলম মনজু, কাজী মো. লুৎফর রহমান, আব্দুর রহিম, মোহাম্মদ মিয়া,আব্দুল্লাহ আল হারুন, জহির উদ্দিন, সাহাদাত আলী সাজ্জাদ, শহীদুল ইসলাম চৌধুরী, খোরশেদ আলম, মো. সালাউদ্দিন, নাদিম, নওশেদ আলী খান, ওয়াহিদুল আলম, মোরশেদ আলম, মো. হারুন, আলোড়ন বিশ্বাস ফ্লাওয়ার, মো. রুবেল, মো. মহিউদ্দিন, মো. আরিফ, মো. আমির, সালাহউদ্দিন সুমন, হিমেল হোসেন, ইশতিয়াজ আজিজ প্রমুখ।
প্রধান অতিথি এলাকাবাসীকেও নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলে এবং জবেহকৃত পশুর রক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।