দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত মঙ্গলবার কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ ঝিনু আরা বেগমের সভাপতিত্বে এবং পুরস্কার বিতরণ কমিটির সদস্য সচিব আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কলেজ গভর্নিং বডির সভাপতি শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ও শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার। প্রধান অতিথি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবেরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটির আহবায়ক সৈয়দ মোহাম্মদ আবুল কালাম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আহমেদ নুর জয় এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন ক্লাব এম্বেসেডর জারিন আতকিয়া। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিন্নাত পারভিন এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্র–ছাত্রীদেরকে পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন এবং নৈতিক–চারিত্রিক গুণাবলী অর্জনের পরামর্শ প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।