নগরীর দেওয়ানহাট ফ্লাইওভারে ম্যাক্সিমার সাথে পণ্যবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ম্যাক্সিমার চালকসহ চারজন গুরুতর আহত হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় একটি প্রাইভেট কারও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিস চট্টগ্রামের অপারেটর জামাল জানান, প্রাইভেট কারটি পণ্যবোঝাই ট্রাকের পেছনে ছিল। ঘটনার সময় ট্রাকের সাথে ধাক্কা লাগে কারটির। তবে কারে থাকা কারো কোন ক্ষতি হয়নি। তিনি বলেন, গুরুতর আহত চারজনকে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা হাসপাতালে পাঠিয়ে দেন