দেওয়ানহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৯:২৫ পূর্বাহ্ণ

নগরের দেওয়ানহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে ৭০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ওই বৃদ্ধের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ঢাকা থেকে আসা মহানগর এক্সপ্রেস ট্রেন ওই বৃদ্ধকে ধাক্কা দেয় বলে আমরা জানতে পেরেছি। তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় গৃহবধূ হত্যা মামলা আসামি বাকলিয়ায় গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঈদে মেরাজ শরীফ ও সালাতু সালাম মাহফিল