দেওয়ানবাগ পীরের দরবারে লুটপাট ও অগ্নিসংযোগ

| শুক্রবার , ৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৪৭ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের বন্দরের দেওয়ানবাগ দরবার শরিফে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে স্থানীয়রা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ফজরের নামাজের পর স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এ হামলা চালায় তারা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দরবারে আলোচনাসভা ও মিলাদ মাহফিলের ঘোষণা দেওয়ার পর বিরোধিতা করে স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধিতা করে তারা।

শুক্রবার ফজরের নামাজের পর মসজিদে ঘোষণা দিয়ে হামলা করে বিরোধীরা। 

এ সময় দরবারের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনা হামলা ভাঙচুর ও লুটপাট চালায় স্থানীয় লোকজন। পরে দুটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয় তারা। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দফায় দফায় হামলা ভাঙচুর লুটপাট চলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, দেওয়ানবাগ পীরের সঙ্গে স্থানীয়দের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধিতার জের ধরেই হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। তবে এই ঘটনায় এখনো থানায় অভিযোগ করেনি কেউ।

পূর্ববর্তী নিবন্ধঅচিরেই ফেরি চালু হলে গাড়ি করে মূল ভূখণ্ডে যেতে পারবো : মিল্টন ভুঁইয়া
পরবর্তী নিবন্ধসাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও যুবলীগ সভাপতি দিদারসহ ১৮ জনের নামে মামলা