আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, দেশকে অর্থনৈতিক দেউলিয়াপনা থেকে উদ্ধার করতে অর্থনীতির শিক্ষার্থী ও শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, এ দেশে লুটপাট এমনিতে হয় নি। বান্দারা ধান্দায় মেতেছিল বলেই অবধ লুটপাট হয়েছে। গত শুক্রবার রাতে নগরীর একটি অভিজাত হোটেল মিলনায়তনে আইআইইউসির ইকনোমিঙ এন্ড ব্যাংকিং বিভাগ (ইবি) আয়োজিত এমএসএস প্রোগ্রামের ছাত্র–ছাত্রীদের ওরিয়েন্টেশন ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এ অভিমত ব্যক্ত করেন। আইআইইউসির ইকনোমিক্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহছানউল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহেদ হোসাইন সিকদার এবং কনকর্ড চট্টগ্রামের এ জি এম মনোয়ার হোসেন রনি। এতে উদ্বোধনী কথা বলেন ইবি’র সাবেক চেয়ারম্যান মনির আহমদ। স্বাগতঃ বক্তব্য রাখেন এমএসএস প্রোগ্রাম কো–অর্ডিনেটর মোহাম্মদ জসিম উদ্দিন। ছাত্র–ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন, সিফাত, জাফরিন, রাশেদ ও ইফতেখার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইবি বিভাগের শিক্ষক ড. জোবায়ের আহমদ। প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, আমাদের মানসিক দীনতার জন্য আমরা কোরআন অধ্যয়ন করে অনেক আগে বর্ণিত বিজ্ঞান গণিতের বিস্ময়কর তথ্য অনুসন্ধান করতে পারছি না। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আহছানউল্লাহ বলেন, আমাদের দেশের মত এই বিশ্ববিদ্যালয়ও অবৈধ দখলদারদের হাতে বন্দী ছিল। আজ এটি মুক্তি পেয়েছে। অধ্যাপক আহছানউল্লাহ বলেন, সারা বিশ্বে শোষণের হাতিয়ার হলো সুদ। সুদ ধনীকে আরো ধনী করেছে, গরীবকে নিঃস্ব করেছে। সুদের কারবার যারা করে, তারা আল্লাহ ও রাসুলের (সাঃ) বিরুদ্ধে যুদ্ধ করে। প্রেস বিজ্ঞপ্তি।