দৃষ্টি চট্টগ্রাম ও রোটারি ক্লাব অব চিটাগাং আয়োজিত ‘ব্যাক টু স্টেজ’ স্কুল বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্পন্ন হয়েছে। প্রথম পর্বে ছিল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়, অংকুর সোসাইটি স্কুল ও বাংলাদেশ নৌ বাহিনী স্কুল। ১ম পর্বের সমাপনি দিনে ৪টি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সেন্টার বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, দৃষ্টি চট্টগ্রামের দপ্তর সম্পাদক মুন্না মজুমদার, মিডিয়া এণ্ড কমিউনিকেশন সম্পাদক অনির্বাণ বড়ুয়া ও প্রিমিয়ার বিশ্বদ্যিালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ফজলে রাব্বি। প্রতিযোগিতা শেষে দৃষ্টি চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক কাজী আরফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রেষ্ঠা বক্তাদের মাঝে পুরষ্কার বিবরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, শিক্ষক মাসুদ রানা, মোমেনা বেগম, শিউলি আক্তার ও অনুষ্ঠান সমন্বকারী দৃষ্টি চট্টগ্রামের সহ সম্পাদক তানভীর আল জাবের। শেষ দিনের বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বালাদেশ এলিমেন্টারী স্কুলের বিতার্কিক নাজিফা তারাননুম, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় বিতার্কিক নূর-এ-মুবাশ্বিরা, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের বিতার্কিক তানভীরুল আলম ফাহিম ও অপর্নাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক সামান্তা জাহান। প্রেস বিজ্ঞপ্তি।












