দৃষ্টি ফিরে পেলেন ৩০ প্রবীণ

মমতার সমৃদ্ধি কর্মসূচি

| শুক্রবার , ২৫ জুন, ২০২১ at ৭:৫৯ পূর্বাহ্ণ

মমতার পরিচালনাধীন সমৃদ্ধি কর্মসূচির আওতায় তিনটি ইউনিয়নে মোট ৩০ জন প্রবীণকে বিনামূল্যে চোখের ছানি অপসারণ করা হয়। এর ফলে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন ত্রিশ প্রবীণ। হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের উদ্যোগে গত ২০ জুন নগরীর একটি বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপসারণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ওই ইউনিয়নের ১৩ জন রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত কর্মসূচির ছানি অপসারণ ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রবীণ কর্মসূচির সহকারী পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী, স্বাস্থ্য কর্মকর্তা এবং স্বাস্থ্য পরিদর্শক।
এদিকে একই উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের উদ্যোগে গত ১৫ জুন নগরীর একটি বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপসারণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে গড়দুয়ারা ইউনিয়নের ৭ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপসারণ করা হয়। একই কর্মসূচির আওতায় ১৭ জুন চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ন আয়োজিত চোখের ছানি অপসারণ ক্যাম্প নগরীর সুগন্ধার একটি বেসরকারি হাসপাতালে অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ১০ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপসারণ করা হয়। ডা. চিন্ময় মল্লিকের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক চোখের ছানি অপসারণ ক্যাম্পে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ১৮৯তম শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধসিডিএ চেয়ারম্যান দোভাষকে সম্মাননা