রাউজানের সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান নোয়াপাড়া আসলাম স্মৃতি ফাউন্ডেশন প্রতি বছরের মত এবারও গরীব চক্ষু রোগিদের বিনামূল্যে চোখের ছানি অস্ত্রোপচার করে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। নোয়াপাড়ার এই প্রতিষ্ঠানটি প্রতিবছর সহস্রাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তিও প্রদান করে। ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এস এম এম হাসান এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, সড়ক দুঘর্টনায় নিহত তার ছোট ভাইয়ের নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন দুই দশক ধরে মানব কল্যানে বহুমুখি কর্মসূচি নিয়ে কাজ করে আসছে। নগরীর শেভরন আই হসপিটাল এন্ড রিচার্স সেন্টারে চক্ষু রোগীদের অস্ত্রোপচার কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব মানবিক কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখা হবে বলে জানান। প্রতিষ্ঠানটির এই কর্মসূচির আওতায় এবার রাউজান উপজেলার ৬৮ জন চক্ষুরোগীর চোখে অস্ত্রপচার করিয়ে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায় ছানি অস্ত্রোপচার করার সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ আব্দুল মান্নান সিকদার, শাহাদাত হোসেন প্রমুখ। উল্লেখ্য, আসলাম ফাউন্ডেশন ২০০৩ সাল থেকে এ পর্যন্ত ৭০৫ জন চক্ষুরোগীকে ছানি অস্ত্রোপচার করে দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন।