চিকিৎসা, রসায়ন ও পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার উদযাপন উপলক্ষে দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে দৃষ্টি নোবেল বিজ্ঞান বক্তৃতা আগামী ১৬ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় থিয়েটার ইনস্টিিিটউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ পাঠ করবেন চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়টেকনলজি বিভাগ অধ্যাপক ড. এ এম মাসুদুল আজাদ চৌধুরী, চুয়েটের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাশ্বত রবি ও চবি পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাউছার আলম। অনুষ্ঠানের সহআয়োজক ডিজিজ বায়োলজি অ্যান্ড মলিকুলার এপিডেমিওলজি রিসার্চ গ্রুপ, চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি, নেটওয়ার্ক অফ ইয়ং বায়োটেকনলজিস্ট বাংলাদেশ চবি ও ইউএসটিসি চ্যাপ্টার, পিইউসি রোবোটিক্স ক্লাব, ইউএসটিসি ফার্মা সায়েন্স ক্লাব, চমেক সায়েন্স ক্লাব, ফুলকি আনন্দ বিজ্ঞান এবং মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব। প্রেস বিজ্ঞপ্তি।











