দৃষ্টি চট্টগ্রামের ছায়া জাতিসংঘ কর্মশালা আজ

| শনিবার , ১৬ নভেম্বর, ২০২৪ at ৯:২৬ পূর্বাহ্ণ

দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে আজ চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) অডিটরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী মডেল ইউনাইটেড নেশন্স (ছায়া জাতিসংঘ) বিষয়ক কর্মশালা। মডেল ইউনাইটেড নেশন্স বা ছায়া জাতিসংঘ সম্মেলন মূল জাতিসংঘ অধিবেশনের আদলে সম্মেলন যেখানে শিক্ষার্থীরা ছাত্রাবস্থায় কূটনৈতিক জ্ঞান ও আচরণ, রাষ্ট্রীয় প্রতিনিধিত্ব, দূতিয়ালি যোগাযোগ, প্রতিনিধিত্বমূলক উপস্থাপনার উপর ধারণা লাভ করতে সক্ষম হয়। কর্মশালায় বিশ্বব্যাপী বহুল চর্চিত মডেল ইউনাইটেড নেশন্সে একটি দেশকে প্রতিনিধিত্ব করার নিয়ম এবং জাতিসংঘে কূটনৈতিক আচরণ ও কার্যকলাপের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। কর্মশালায় চট্টগ্রাম মহানগরীর ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। কর্মশালা উদ্বোধন করবেন চবি ব্যবসা প্রশাসনের ডিন প্রফেসর ড. এস এম নসরুল কদির। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করবেন চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ট্রাস্টি সাফিয়া গাজী রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কায় আগাম ভোটে বড় জয় পেল প্রেসিডেন্ট অনূঢ়ার জোট
পরবর্তী নিবন্ধএক যুগ পর চবিতে প্রকাশ্যে শিবিরের নবীনবরণ