বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন। টেকসই পৃথিবী, ভবিষ্যতের জন্য যুবকদের পৃথক পদক্ষেপ এবং তাদের নিজস্ব আইডিয়া বা ধারণা নিতে দৃষ্টি চট্টগ্রাম, আমেরিকান কর্নার চট্টগ্রামের সহযোগিতায় আয়োজন করে ক্লাইমেট কংগ্রেসের। আয়োজনের মধ্যে ছিলো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কুইজ ও স্লোগান প্রতিযোগিতা, ডকুমেন্টারী প্রদর্শনী ও ক্লাইমেট সংলাপ।
গতকাল শনিবার থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের মিলনায়তনে আয়োজিত ক্লাইমেট সংলাপে উপস্থিত ছিলেন চবি প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া। অতিথি ছিলেন সানশাইন গ্রামার অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুৃষ্ঠানে বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের সিনিয়ন সহ সভাপতি সাইফ চৌধুরী, সহ সভাপতি বনকুসুম বড়ুয়া নুপুর, সাইফুদ্দিন মুন্না, কাজী মুন্না মজুমদার।
আয়োজনে কমিউনিটি পার্টনার হিসেবে ছিলেন প্রথম আলো বন্ধু সভা চট্টগ্রাম, চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় এসডিএস, পোর্ট সিটি ডিবেট ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিসার্স এণ্ড হায়ার ষ্টাডি সোসাইটি, বিজিসি ট্রাষ্ট বিশ্ববিদ্যালয় ডিবেট ক্লাব। সাফিয়া গাজী রহমান বলেন, প্রতিনিয়ত পরিবেশের বিপর্যয় ঘটছে। এখন থেকে এই বিষযে পদক্ষেপ নিয়ে সোচ্চার না হলে সমূহ বিপদ। নতুন প্রজন্মের কাছে পরিবেশ রক্ষা অনেক বড় দায়। এই দায়িত্ব তাদের পালন করে যেতেই হবে। ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, পরিবেশ বিপর্যয়ের কারণে আমরা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছি। কর্ণফুলীর পানি ধারণ ক্ষমতা অনেক কমে গেছে, হালদায় লবণ পানি ঢুকে পড়েছে যার প্রভাব জনজীবনে প্রত্যক্ষ। প্রেস বিজ্ঞপ্তি।












