দৃষ্টিহীনদের বিশ্বকাপে বাংলাদেশ রানার্স আপ

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৭ পূর্বাহ্ণ

দৃষ্টিহীনদের বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ালিফাই করেছিল ফাইনালে। কিন্তু সেখানে গিয়ে হোঁচট খেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হলো তাদের। ১০ উইকেটের জয়ে দৃষ্টিহীনদের টিটোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেয় পাকিস্তান। আগে ব্যাট করতে নামা বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১৩৯ রান করে। জবাব দিতে নেমে ৫৪ বল হাতে রেখেই এই রান তাড়া করে ফেলে পাকিস্তান। পাকিস্তানের দুই ওপেনার নিসার আলী ও মোহাম্মদ সফদার কোনো উইকেটই হারাতে দেননি দলকে। নিসারের ৭২ রানের বিপরীতে ৪৭ রানে অপরাজিত থাকেন সফদার।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন আরিফ হুসেইন। দৃষ্টিহীনদের বিশ্বকাপে সেরা দল ভারত। প্রথম তিন আসরের চ্যাম্পিয়নরা পাকিস্তান থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রশিক্ষিত ক্যাডেটরা গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী
পরবর্তী নিবন্ধবর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো