‘যুক্তির আলোয় জাগ্রত হোক মাতৃভাষার অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত মহান ভাষা দিবস উপলক্ষ্যে আন্ত:দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা দৃষ্টির স্কুল অফ ডিবেট ৩১ তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘অমর একুশে ভাষা দিবস’ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় উদ্বোধনী করেন রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম বাকী মাসুদ। বক্তব্য দেন, দৃষ্টির সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মুন্না ও সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার। সভাপতিত্ব করেন দৃষ্টির সভাপতি সাইফ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে গোলাম বাকী মাসুদ বলেন, আধুনিক বিশ্বে বিতর্কের ভূমিকা অনস্বীকার্য। পাঠ্যসূচির বহির্ভূত সৃজনশীল শিক্ষা হিসেবে বিতর্ক চর্চার কোনো বিকল্প নেই। পাশাপাশি আধুনিক বিশ্বের শিক্ষা অর্থনীতি, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে এআই–এর উপর গুরুত্ব আরোপ করেন। সভাপতির বক্তব্য সাইফ চৌধুরী বলেন, বিতর্কচর্চা শুধু শিক্ষাজীবনেই নয়, বরং ভবিষ্যৎ পেশাগত ও ব্যক্তিগত জীবনেও আপনাকে এগিয়ে রাখবে। সুতরাং, নিয়মিত বিতর্কচর্চার মাধ্যমে নিজেদের জ্ঞানের পরিধি বাড়ানো, যুক্তির ধারালো অস্ত্র শাণিত করা এবং সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে সাহায্য করে।
অনুষ্ঠানের শতাধিক শিক্ষার্থী বিভিন্ন টিমে বিভক্ত হয়ে ট্যাবের মাধ্যমে তাদের বিতর্ক কার্যক্রম শুরু করেন। প্রেস বিজ্ঞপ্তি।