দৃষ্টি, চট্টগ্রামের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্প্রতি নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। দৃষ্টির সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা ফরিদ আহমেদ চৌধুরী, দৃষ্টি ডিবেট ক্লাবের চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান, কবি অভীক ওসমান, সাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, সাংবাদিক ও সাহিত্যিক ওমর কায়সার, শিক্ষাবিদ মুজিব রাহমান, সাংবাদিক ডেইজি মউদুদ, সাংবাদিক শাহনেওয়াজ রিটন, দৃষ্টির সাবেক সভাপতি বৃজেট ডায়েস, সাংবাদিক নাসির উদ্দিন হায়দার, সাবেক সভাপতি কশসাফুল হক শেহজাদ, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সামির গাজী রহমান, চবি শিক্ষক ড. আদনান মান্নান, সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি ফারুক তাহের, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, বোধনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী ও জাবেদ হোসেন, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইয়াসির সিল্মী, শিক্ষক মিথিলা আফরিন, শিক্ষক মোহাম্মদ তাজ, রায়হান ইসলাম, সাংবাদিক মুজিবুল হক, সাংবাদিক মেহেরাজ হোসেন। শুরুতে দৃষ্টির চার সংগঠক মাইনুল ইসলাম সোহেল, সৌমেন চৌধুরী, রেজা চৌধুরী ও আশরাফ শাহদাত সায়মনকে সম্মাননা প্রদান করা হয়। গত বন্যায় ক্ষতিগ্রস্ত মীরসরাইয়ের এক গরিব চাষিকে পানির পামপ উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, সিনিয়র সহ সভাপতি বনকুসুম বড়ুয়া নুপুর, সহ সভাপতি শহিদুল ইসলাম, সাবের শাহ, সাধারণ সম্পাদক সাইফদ্দিন মুন্না, যুগ্ম সম্পাদক কাজী আরফাত, রিদোয়ান আলম আদনান, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার, দপ্তর সম্পাদক তানভীর আল জাবের, আবৃত্তি সম্পাদক সাদিয়া আফরিন, বিতর্ক সম্পাদক হোসাইন সামী, সদস্য অলক নাথ, অ্যাডভোকেট আবু সাইম, আরাফাত অভী, ইতু দত্ত, হাসান মাহাদী, ইয়াসিন শাকিব, জুনায়েদ আসাদ, আরাফাত কবির। প্রেস বিজ্ঞপ্তি।