আড়ম্বরভাবে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে উদ্বোধন হলো দৃষ্টির উন্মুক্ত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘চিটাগাং ওপেন ২.০।’ শুরুতেই জাতীয় সংগীত ও দৃষ্টির খুদে সদস্যদের নৃত্য পরিবেশন উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলে। গতকাল বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতা উদ্বোধন করেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য। অতিথি ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর। দৃষ্টির সভাপতি মাসুদ বকুলেল সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বক্তব্য দেন, সিনিয়র সহ সভাপতি সাইফ চৌধুরী, সাধারণ সম্পাদক সাবের শাহ, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন মুন্না ও প্রতিযোগিতার সমন্বয়কারী ও সাংগঠনিক সম্পাদক কাজী আরফাত।
উদ্বোধক বলেন, কথা দিয়ে ভাব প্রকাশ করতে পারা মানুষের মনুষ্যত্বের প্রমাণস্বরূপ। অল্পকথার মধ্যে বিষয়ের ভাবগাম্ভীর্য প্রকাশ করার গুণ তৈরি করে দেয় বিতর্ক চর্চা। প্রধান অতিথি বলেন, বিতর্ক মননে এবং চিন্তায় মানুষকে বিকশিত করে। অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন শীঘ্রই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে ১০০টি দল নিয়ে জাতীয় বিতর্ক প্রতযোগিতা আয়োজন করা হবে।
অতিথি বলেন, এতদিনের রুদ্ধকর একটি পরিবেশ থেকে বের হয়ে এসে চিটাগং ওপেন এর মত বিতর্ক আয়োজন চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য সতেজতার বার্তা। বিতর্ক মানুষকে উপযুক্ত কথা বলার সাহস দেয়। প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের ২৪ জন প্রাক্তন বিতার্কিক ও বর্তমানের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন বিতার্কিকদের সমন্বয়য়ে ২৪টি দল এই উন্মুক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আগামীকাল শনিবার বিকেল ৩টায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করবেন সংসদ সদস্য ওয়াশিকা আয়শা খান। প্রেস বিজ্ঞপ্তি।