দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত আবৃত্তি কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ গতকাল অনুষ্ঠিত হয়। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি ফারুক তাহের, সম্মিলিত আবৃত্তি জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাহিদুল ইসলাম ও দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি বন কুসুম বড়ুয়া নুপুর। সঞ্চালক ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক এবং কর্মশালার সমন্বয়কারী মুন্না মজুমদার। ফারুক তাহের বলেন, আবৃত্তি কেবল ভাষা শেখানোর মাধ্যম নয়, এটি একটি শিল্প, যা মানুষের অনুভূতি ও চিন্তাভাবনাকে গভীরভাবে প্রকাশ করার সুযোগ করে দেয়। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরী বলেন, একজন আবৃত্তিকার হৃদয়ের গভীর অনুভূতি ও চিন্তাকে শ্রোতাদের কাছে পৌঁছে দেয়।
সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ প্রদান করা হয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন সংবাদ পাঠক ও আবৃত্তিশিল্পী জাবেদ হোসেন, বোধন আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী ও আবৃত্তিকার অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।