দৃষ্টির আন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

মুজিববর্ষে যুক্তি তর্কে তারুণ্য

| বৃহস্পতিবার , ২৫ মার্চ, ২০২১ at ৮:৩০ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল বুধবার বিকেলে সাফিয়া গাজী লার্নিং সেন্টারে দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত আন্ত:ক্লাব বিতর্ক ও বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় ‘মুজিববর্ষে যুক্তি তর্কে তারুণ্য’ শীর্ষক এ প্রতিযোগিতার প্রথম দিনের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল।
অতিথি ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার সভাপতি রাশেদুল আমিন রাশেদ, দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি সাইফ চৌধুরী ও তরুণ উদ্যোক্তা কে সামী আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিযোগিতার আহ্বায়ক ও দৃষ্টি চট্টগ্রামের যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন মুন্না, সমন্বয়কারী মুন্না মজুমদার, উপ সম্পাদক সাখাওয়াত হোসেন মজুমদার ও আরিফুল ইসলাম আসিফ। আজ ও কাল অনলাইনে এই প্রতিযোগিতার ১ম, ২য় ও সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ সকাল ১০টায় শিল্পকলা একাডেমিতে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬টি দল ও শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসম্মেলন হলেও কমিটি হয়নি
পরবর্তী নিবন্ধআনোয়ারায় করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ